ইসমাইল বসুনীয়া তোমায় ভালোবাসে,
সহস্র গ্রামের মানুষ তুমি আছো
সবার অন্তরে তাই-
তোমাকে দেখার আশায় খুঁজি তিস্তার পাড়ে,
যদি আসো কখনো শঙ্খচিল
শালিকের বেশ,কিংবা
পাড়ার প্রাঙ্গণ মাঠে ঘাটে
বিদ্যালয়ের ধারে।
তুমি দেখ আমি এসেছি
কপালে লাল গামছা বেঁধে
ডাংরার পাড়ে জনসভা
তোমার ভাষণ শুনবো বলে।
কিন্তু তুমি নেই
তোমার আদর্শে গড়ছে তোমার পুত্র;
ভাষণ খুঁজে পেয়েছি তোমায়।
দাদু নগেন দেওয়ানির মুখশ্রী
তোমার কত জয়গান আমাকে
কাঁদায় রাঙ্গায়!
ইসমাইল বসুনীয়া তুমি স্মরণীয়,
বসুনীয়া তুমি বিখ্যাত গ্রামে,
তোমার কত কীর্তি কথা অবদান,
তাই তুমি আছো হৃদয়ের মননে।
প্রাতঃস্মরণীয় তুমি অন্তরের মমে,
তোমার স্মরণে আজ মুখরিত গ্রাম।
অন্যায় অনাচার তুমি সওনি,
তাই তো আমরা তোমায় ভুলিনি।
তোমার আদর্শে গড়ি যেন জীবন।
সহস্র প্রণাম তব শদ্ধাঞ্জলি প্রতিকৃতিতে।