মোরা গরীব ভাই
শীতের কাপড় নাই।
শীতে কাঁপি থরথর
ঠাণ্ডা লাগে আসে জ্বর।
পথশিশু বলে ডাকে সবাই
খালি গায়ে ঘুরিফিরি
যেখানে পাই সেখানে খাই
স্টেশনে স্টেশনে ঘুমাই।
নাই বাবা নাই মা
সৃষ্টিকর্তা মোদের ভরসা।
বিত্তশালীর প্রতি আহ্বান
মোদের শীতবস্ত্র কর দান।
শীতবস্ত্র পেলে ঠাণ্ডা লাগবে কম,
ভালো কাটবে মোদের শীতকাল।


                                       রাজারহাট-কুড়িগ্রাম।