এ মন অতি অবুঝ
কাকে যেন ভালোবেসে,
দুঃখ পেয়ে অবশেষে,
মদের নেশায় ডুবছে।


আরে পাগল সে চলেগেছে,
তোমায় ছেড়ে সেও যদি
নবরূপে জীবন সাজিয়ে
গড়তে পারে সুখের ঘর।


তুমি কেন করছো বৃথা এ জীবন নষ্ট,
ছুড়ে ফেলো পুরনো সব স্মৃতি।
নবরূপে জীবন করো শুরু
ভালোবেসে নয় ভালোবাসতে শিখি।