গ্রামের বড় ভাই ব্রাদার
এই শহরে থাকে
বড় বড় চাকরিজীবী
তাদের মুখে শুনি যে।
বাড়িত গেলেই কতচাপা
এইটা ওইটা করবে ।
চাকরির জন্য করলাম অনুরোধ
আশ্বাস দিল অনেক জনে,
কেউ বিশ্বাস দিলনা।
সবার দ্বারে দ্বারে ঘুরেও
আমার চাকরি হইলনা।
গণ্ডমূর্খ মোটেও নই,
দুই এক কলম জানি,
দুই চারটা সার্টিফিকেট আছে,
তবুও কাজে আসেনা।
এ জীবনে লেখাপড়ি করি
করলাম কিনা ভুল?
হতাশায় ভোগে মরি,
জীবন আমার শেষ।
আজ বুঝলাম রে ভাই,
জীবনে কিনা করছি ভুল।
বাপের হোটেলে খাই,
দিশতো নাই পাই,
বাহিরা বেড়ে দেখি,
অদ্ভুদ এ কি জীবন?
কারিগরি শিক্ষা নিলেও বুঝি,
জীবনটা হইত আজ ধন্য।
তোমাদের জন্য দুই চার কথা
বলি যাই শোন ভাই
সময় থাকতে গান ছাড়ো,
নিজের কান্দোন নিজে কান্দো।