মাগো মা
বিন্দু মাসির ছেলে সিন্ধু,
বই খাতা নিয়ে স্কুলে যায়,
লেখাপড়া শিখে নাকি
বড় মানুষ হবে।
আমাকে বলে স্কুলে যাবি চল,
আমি বলছি না দাদা
লেখাপড়া করবনা।
শোন সাদাভেল্টা শোন,
লেখাপড়া করে যে,
জ্ঞান গুণী হয় সে,
লোকে ভালো বলে তারে।
সত্যি!মা
মাগো মা
লেখাপড়া করব বড় হয়ে
মানুষের মত মানুষ হব।
দেশ ও সমাজের তরে,
করব আমি পণ।
অন্যায় কে রুখব,
সত্যের পক্ষে লড়ব।