বেকার তুমি কাঁদছো কেন?
বিপুল চন্দ্র রায়

ভোর হয়, সূর্য ওঠে, আলো হাসে রোজ;
তোমার চোখে কেন এত ঘোর নিরাশ রোজ?
কাজ নেই, তাই বুঝি বুক ফাটে দুখে;
বেকারত্বের জ্বালা বাজে শুধু বুকে।
এক মুঠো ভাত আর কাজের সন্ধানে,
ঘুরে ফেরে দিনভর কত যে আহ্বানে।
বন্ধু! আজ নেই কাজ, কাল ঠিক হবে;
প্রচেষ্টা আর সাহস, সাথে নিও তবে।
চোখের জল মুছে ফেলো, হাসো প্রাণ খুলে;
তোমার স্বপ্ন পূরণে, কেউ নেই মূলে।
তুমিই তোমার শক্তি, তুমিই তোমার আলো;
বেকারত্বের গ্লানি মুছে, বলো, 'আমি সুখী!'