পথের শিশু  পথে রই,
লোকে বলে টোকাই।
লোকজনে যা দেয়
তা দিয়ে  জীবন বাঁচাই।


হ্যাঁ আমি টোকাই
বাপ নাই  মা নাই,
বাঁচার কোন ইচ্ছে নাই,
জীবনে কোন শখ নাই।


পথে পথে ঘুরে বেড়াই,
পথের ধারে ঘুমাই,
লোকজনে সন্দেহ করে
দেয় গণধোলাই।


হে বিধাতা
এ কেমন জীবন দিলা,
মনের মাঝে শত কষ্ট
কেমনে আমি বোঝাই।


                                                                রাজারহাট- কুড়িগ্রাম