দেখে না কেউ মনবতা আজ দেখে না সততা,
চেহারা দেখে বিচার করে এটাই বাস্তবতা।
হাতটা ধরে তুলে না কেউ থাকলে মাটিতে পড়ে,
উঠতে চাইলেও ফেলে দেই ফের কেমন বিচারে?


এগিয়ে যাও বলবে না কেউ আছি সদা পাশে,
এগুতে চাইলেও টেনে ধরে ক্রোধ হাসি হাসে।
পাশের লোকেই  বাঁধা দেই এগিয়ে যাওয়ার পথে,
উদ্দীপনা নষ্ট করে দেই বন্ধু দুশমনেরি মতে।


ভুল না হলেও ভুল ধরে কেউ সহজ সরল বলে,
কথায় কথায় আঘাত করে সরল মানুষ হলে।
সুখ দেখে সবাই ঈর্ষা করে, শুনায় শত কথা,
দুঃখ্য দিবায় সুযোগ খুঁজে এই কেমন মানবতা?


ভালো কিছু করতে গেলেও জবাব দিতে হয়,
চোরে শুনায় ধর্মের কথা করে সাধুর অভিনয়।
জ্ঞানী লোকের বিচার হয় চোরের আদালতে,
সৎ মানুষের ফাঁসি হয়ে যায় মূর্খের মতামতে।