❝বড় হইয়াছো বিদ্যা শিক্ষিয়াছো মানুষ হইলা কই,
সত্য প্রকাশ করিতে যদি হৃদয়ে লাগে ভয়।
অত্যাচারীর বিরোধে যদি নাহি পারো দাঁড়াইতে,
অসহায়ে লাগি যদি নাহি পারো দু'হাত বাড়াইতে।


নিয়াছো কি অসহায়ে খোজ,
দু'বেলা না খাইয়া যারা কাটাইয়া দেই রোজ,
সুখে থাকিবার স্বপ্ন যাদের জাগে উঠে বারবার,
তিন'বেলা খাইবার আশে ঘুরে মানুষের দারেদার।


কবে পাইবে সুখ অবহেলিতরা কবে হইবে দেশে শান্তি,
কবে, এক মুঠো ভাত খাইতে পারিবে, ভুলিয়া সব ক্লান্তি।
এই আশাটাই জনতার অদ্য, এই স্বপ্নটা মনে,
চাহিনা ঘড়িতে অট্টালিকা, একটু সুখ চাই জীবনে।


কলুষ তমিস্রে বর্ধিত জাতি অবিচার চলে রোজ,
বিদ্যাদীপ হস্তে ধরিয়া নিয়াছ কি অন্ধজাতির খোজ?
অন্যায় অনাচারে লিপ্ত তারা করিতাছে দেশকে ধ্বংস,
অত্যাচারীর হাত ভেঙে দাও, টিকিয়া রাখিতে স্বীয় বংশ।❞