করো না কথন তুমি,
তোমার হৃদ্রবাণী
কভুও কারো ধারে...
অদ্য সে মিত্র প্রিয়
কাল শত্রু ও হতে পারে।
নিজের চেয়ে প্রিয় কাউকে
করো আপন এমনি ভাবে,
ভুলে গেলে সে তোমায়,
তুমি নিঃশেষ হয়ে যাবে।
কারো উপর হওনা তুমি,
কভু এতটা নির্ভরশীল।
সরে গেলে সে ব্যর্থ হবে,
ভেঙে যাবে স্বপ্ন তহবিল।
করোনা কভু অন্ধ বিশ্বাস,
জীবনে না জানে নাহি বুঝে,
ক্ষতি তোমার করবে সাধন-
প্রিয় বন্ধুর সাঁজে সেজে।