জীবনের সব চাওয়া হয়না কো কভু পাওয়া,
কিছু কিছু  চাওয়া জীবনকে করে চলে দাওয়া।
কিছু কিছু  চাওয়া জীবনটাকে পুড়ে করে ছাই,
কিছু কিছু  চাওয়া ঠুকে ঠুকে নিরব ব্যথা পাই।
কিছু কিছু  চাওয়া হাসিটাকে নিয়ে যায় কেড়ে,
কিছু কিছু চাওয়ার তরে এ জীবন যায় হেরে।
কিছু কিছু চাওয়া ফের আঘাত করে কলিজায়,
কিছু কিছু চাওয়া আবার বারে বারে ফিরে চাই।


কিছু কিছু চাওয়া পাওয়া স্বহস্তে দিতে হয় কবর,
কিছু কিছু চাওয়া ফের আপনকে করে চিরপর।
কিছু চাওয়া খবই নিরব নিস্তব্ধ বড়ই অসহায়,
বুকের ঘরে বাসত করে, বারে বারে ভেঙে যায়।
ছোট কিছু চাওয়া রয়, এই জীবনের তরে,
কিছু চাওয়া পূরর্ণ হয়, বাকি সব যায় মরে।