প্রয়োজন শেষে ঔষধ ও বিষে রূপান্তরিত হয়,
প্রয়োজন শেষে প্রিয়জনও দূরে দূরে সরে রয়।
প্রয়োজন শেষে ছাতাটাকে হাতের বুজা হয় মনে
প্রয়োজন শেষে, মন্দ আচরণ আপন জনের সনে।
সম্পর্ক পুরনো হলে মানুষ দেখায় ব্যস্থতা
প্রয়োজন শেষ সম্পর্ক শেষ, এটাই বাস্তবতা।
দুনিয়ার মাঝে স্বার্থ ছাড়া কেউ রাখে না খুঁজ
এই কথাটি ভাবতে গেলেই হৃদয় কাঁদে রোজ।
প্রয়োজনে সবে কাছে ডাকে, ফুরালেই প্রয়োজন,
অপমান-লাঞ্চনা, অবহেলা করে খারাপ আচরণ।
মুখে হাসি কেড়ে নেই, কলিজায় অগ্নি তীর মেরে।
অমানুষ তারা দয়া মায়া নেই, পাষাণ ঐ অন্তরে।