মাটির দেহ মাটি হবে,
কিসের অহংকার।
মাঁয়ার সংসার ছাড়তে হবে,
রঙ্গের মেলা বন্ধ হবে,
সময় নেই তো আর,
কিসের অহংকার,
বলো কিসের অহংকার।


রঙ্গিণ ছোঁয়া,করলেও মায়া
রাখবেনা সে ধরে,
সবি ছেড়ে যেতে হবে একদিন
সাড়ে তিন হাত ঘরে।


চোখের পাতা বন্ধ হলে।।
নেই আর অধিকার,
কিসের অহংকার,
বলো কিসের অহংকার।


কত আপন,কত স্বজন
জগৎ তো মাজারে,
ফোরালে দম সকল আপন
পর হবে রে পরে।


জীবন প্রদিপ নিভে গেলে।।
সবি অন্ধকার,
কিসের অহংকার,
বলো কিসের অহংকার।


শত গাড়ি,রঙ্গিণ বাড়ি
সাজাও মনের মত,
সেও হবে না সঙ্গি ওগো
যতন করো যত।


মার্কিন রবে শেষ সম্বলে।।
নেই কেউ সঙ্গি আর,
কিসের অহংকার,
বলো কিসের অহংকার।