আজ আমার বাংলাদেশে,
আলেমদের প্রতি যে অবিচার চলছে।
তারা   হক   কথা   বলছে,
এজন্য তাদের কয়েদখানায় তুলা হচ্ছে।

মনে রেখ এই দেশ নব্বইভাগ মুসলমানদের,
সহ্য করিবে না অপমান কোন আলেমের।

আলেমদের সাথে করিনা বাডাবাডি,
তাহার ফল আল্লাহ দিবে অতি তাড়াতাড়ি।
আলেমদের জলদি দিতে হবে মুক্তি,
শুনিবো না কোন জালেমের অপবাদের যুক্তি।
আপনারা অপবাদ দিয়ে আলেমদের করেছেন বন্ধি,
বিজাতিদের সাথে নিশ্চয় করেছেন সন্ধি।

মোদির আগমনে আন্দোলন করিয়াছেন তারাই,
আপনারা বলছেন আলেমদের অপরাধ এটাই।

আপনারা আলেমদের প্রতি করিতেছেন অবিচার,
এর সাজা সইতে হবে একদিন আপনার।
হোক সেটা ইহকালে বা পরপারে,
বুজে আসবে সেই শাস্তির সাক্ষাতকারে।
অচিরেই আপনার ক্ষমতার হবেই পতন,
যতই শক্ত করে ধরেন আপনি রশির বাঁধন।,,,,,