নারী জাত বহুরূপী অধিক লোভী মন,
যত পাই, আরো চাই, না মানে বারণ।
এরা গিরগিটি রং পাল্টানোই স্বভাব,
একে এরা তৃপ্ত নয় খুঁজে আরো লাভ।


কখনো এরা মিছে হাসে কখনো কাঁদে,
কখনো অন্তর কারো ভেঙে দেই সাধে।
বহুজনের সঙ্গে এরা সম্পর্ক রাখে গড়ে,
একজন চলে গেলে অপরের হাত ধরে।


নারী নাহি তৃপ্ত খেয়ে, এক ঘাটের জল,
বারো ঘাটের পানি খাই, করে নানা ছল।
নারীদের মতলব বুঝা বড়ই কঠিন কর্ম,
সরলের মনে কষ্ট দেওয়া এ নারীর ধর্ম।


নারীদের আঁখি দ্বয় বড়ই ছলনা ময়,
মুখের কথায় এদের যেন মিষ্টি মধু ঝরে,
অভিনয়ে দক্ষ অতি, শয়তানের প্রতিনিধি,
মিথ্যা কারো অন্তরে প্রীতি শয্যা গড়ে।


এদের অন্তর বাণী উপলব্ধি করা দায়,
মন নিয়ে খেলা করে বেশি মজা পাই।
এদের উপর আস্তা করা বড় ভুল কাজ,
“নারী জাতি বহুরূপী নাহি কোনো লাজ।