ঐ দেখো মা চাঁদ উঠেছে সন্ধ্যার দূর আকাশে,
কাল তাহলে ঈদের দিন মনটা খুশিতে হাসে।
বাবাকে বাজারে পাঠাও সেমাই পায়েস কিনতে,
নতুন জামা পড়বো আমি পারবে না কেউ চিনতে।


কি আনন্দ কি মজা মা কালকে ঈদের দিন,
ভাইয়া আসবে শহরে থেকে লাগছে সব রঙিন।
আমার জন্য আনবে ভাইয়া সুন্দর জামা কিনে,
নানুর বাড়ি যাবো আমি পড়ে ঈদের দিনে।


মামার বাড়ি কোরবানি হবে আরো মজা তবে,
মামির হাতের গরুর জুল অনেক সাধের হবে।
কেমনে এই রাত টা যাবে আসবে সকাল ফিরে,
অপেক্ষার প্রহর কাটে না আর অন্ধকারের ভীড়ে।