ছুটছে মানুষ, উড়ছে মানুষ,
খুঁজেছে আত্মশান্তি,
মিলবে কিসে আত্মা তৃপ্তি,
অনিকট হবে সবকান্তি।
মিলবে কিসে হৃদ সুখ,
হবে শান্ত, অশান্ত এই মন,
কিসের নেশায় লড়ছে মানুষ,
করছে প্রত্যহ রণ।


দরিদ্রের ধনী হওয়ার লড়াই,
চলছে নিত্য সংসারে,
বিত্তশীলরা সংগ্রাম করে,
শান্তির সন্ধান ঐ অন্তরে।
চাকুরীজীবিরা সময় সন্ধানী,
শত ব্যস্ততার মাঝে,
বেকারেরা করে চাকরী সন্ধান,
ভোর দুপুর সাজে।


বড়দের শৈশব ফিরে পাওয়ার,
প্রবল ইচ্ছা অন্তরে,
শিশুদের বড় হওয়া ইচ্ছা ,
অন্তরে পোষণ করে।
নরদের নারী হওয়ার ইচ্ছা,
নারী চাই পুরুষ হতে,
দুনিয়ার সব নিয়ম ভুলে,
চলছে সবাই নিজমতে।


মানুষের এই অতৃপ্ত আত্মা,
বলো তৃপ্ত হবে কিসে,
জীবন যেন ঝুলন্ত জল,
এক শুকনা পাতার নিছে।
সন্তুষ্ট নয় কেহ কারো স্থানে,
আরো পাওয়া ইচ্ছা,
আরো চাই, আরো চাই,
বলেই খতম হবে কিচ্ছা।