কখনো যদি হারিয়ে যায়,
ক্লান্ত হয়ে কি খুঁজবে গো আমায়?
ঐ নীলের জগতে, গুড়গুড়ে অন্ধকার ঘেরা,
কোন এক ব্যস্ত শহরে জনতার ভীড়ে..
এক বুক ধৈর্য সঙ্গী করে, আমায় তুমি
ফিরিয়ে নিবে কি আবার তোমার নীড়ে।
নিরালায় নির্জনে,  স্বপ্নের নীল খামে
হাসি ভরা বদনে, আবার কি আসবে
আমার পাশে দাঁড়াতে কখনো তুমি?
নয়ন ভরা স্বপ্ন নিয়ে তোমার আশায়
একনির্জনে হয়তো দাড়িয়ে রবো আমি।


স্বপ্নের মায়া জালে আমায় রেখে,
আগের মতো আবার ভালোবাসবে?
চোখে চোখ রেখে,  হাতে হাতে রেখে
মুখের পানে চেয়ে আবার কি হাসবে?
আমার বুকের উপরে তোমার হাতে রেখে...
অশান্ত কলিজাটা আমার শান্ত করে দিও।
একাকীরে দিনগুলো মনে করে আর,
কখনো  বদনখানি ম্লান করো না প্রিয়।