"পুরুষ" একটি বটবৃক্ষ...
যার রক্ত চুষে সকল বৃক্ষ বাঁচে,
আদর ভালোবাসা মায়া মততা
পাইনা কারো কাছে,
পুরুষ মানুষের জীবনটা ভাই মমবাতিরই মত,
সবার জীবন আলোকিত করতে
নিজের দেহকে পুড়ায় কত।
সবাইকে তবু সুখি করতে
গাধার খাটুনি নিত্য খেটে যায়।
দিনের শেষে এই পুরুষ অপমান
আর অবেলাটাই পাই।
পুরুষ মানুষের জন্মটা ভাই
সুখে থাকা জন্য নেয়,
যেন সুখে রাখার জন্য হয়।
পুরুষ আজীবন করে যায় শুধু
সুখে থাকার অভিনয়
অবহেলায়, অযত্নে বেড়ে উঠা,
"পুরুষ" একটি নিরাশ বটবৃক্ষ...
যার গুড়াই কভু দেয়না কেহ জল।
যার খুঁজ খবর রাখে না কেহ,
আশা করে সবাই শুধু তার মিষ্টি ফল।
আপন চরণে দাঁড়িয়ে সে,
সারা জীবন কাটিয়ে দেয় পরে কথা ভেবে।
তারে কে আর আদর স্নেহ,
ভালোবাসা দিয়ে বক্ষে জড়িয়ে নিবে?