চলে যায় কেহ ভুলে যায় কেহ রেখে যায় কেহ স্মৃতি,
পাবেনা জেনেও অনেকে দেখি দিয়ে যায় প্রেম প্রীতি।
কেউবা হয় আবার প্রেম ভিখারি, ছলনার তরে হেরে,
কেউবা আবার সুখের আশায়, কলিজায় বিশ মারে।
কেউ বা আপন স্বার্থ হাছিলে, হৃদয়ে মারে অগ্নিতীর,
কেউবা আবার মানবতার প্রতীক, সততার সৎ বীর।
কেউবা দেহ রূপের প্রেমিক, কেউ আবার খুঁজে মন,
কেউ সম্পর্ক করতে নিপুণ, বাজি রাখে এই জীবন।


কেউবা পরের উপকার করে, মনে পাই ভীষণ শান্তি,
কেউবা স্বদোষ চাপিয়ে দিয়ে, ঢাকে স্বীয় ভুল ভ্রান্তি।
কেউ বা আবার মাঁয়ার টানে ছেড়ে যায় বাড়ি ঘর,
প্রয়োজন শেষে অনেকই আবার ভেঙে দেই অন্তর।
কেউ পাড়ি দেই সাত সমুদ্র, আস্তিকের হাত ধরে,
কেউবা আবার হাসির ছলে, আঘাত হানে অন্তরে।


কেউবা সুখী অভিনয় করে, বেদনা ভুলার আশে,
কেউবা দুঃখীর দুঃখেই দুঃখী, সুখীর সুখেই হাসে।
কেউবা দেখি দূর হতে দেই সাহায্যের হাত বাড়িয়ে,
কেউবা আবার বিশ্বাস অর্জনে আধারে রয় দাঁড়িয়ে।
কেউ বা আবার পাশে দাড়িয়েও, শত্রুতা করে রোজ,
কাউকে দেখি রাখতে দাঁড়ি, কেউ আবার রাখে মোচ।


কেউবা অর্থের চাহিদা পূরণে, পাড়ি জমায় প্রবাসে,
কেউ বা টাকার পাহাড় জমায়, বড় সুখেই স্বদেশে।
রয়েছে কারো দালান কোঠা, প্রাচুর্যের শেষ নাই,
তবু কেউ রঙিন অট্টালিকায়, সুখ নাহি খুঁজে পাই।
কারো রয়েছে কুঁড়েঘরখানি, বসতের মতো ঠিকা,
সেই না কুঁড়েই সুখের বিরাজ, ভরাতে আছে লিখা
কেউ কাটাই অনহারে দিন, কারো দিন মাছে ভাতে,
কেউবা চলে চাপার জুড়ে, ক্ষমতা বিহীন দুই হাতে।
কেউবা আবার রাজনীতি করে অর্থ ক্ষমতার জুড়ে,
নির্দোষী কেউ দোষী হয়ে যায় দূর্নীতির কাছে হেরে।


কারো ধান্দা অর্থ সম্পদ, কারো ধান্দা রূপবতী নারী,
কারো ধান্দা স্বপ্নের বাড়ি, কারো ধান্দা আবার গাড়ি।
কারো ধান্দা দুবেলা আহার, কারো ধান্দা কুড়ে ঘর,
কেউ বা করে পরিবারকে সুখী, ভাঙে কারো বাসর।
কেউবা ছুটছে অর্থের পিছু, দিবা যামিনী সব ভুলে,
মাঁয়ার ত্যাগ করে কেউ, ঢলে পড়ে মৃত্যুর কোলে।
নানান রূপের, রূপসী মানুষ, নানান রকম মনোভাব,
নানান রকম বাচন ভঙ্গি, নানান রকম ভাবনা লাভ।