রক্ত ক্ষয়ই এই মার্চ স্বাধীনতার মাস,
আসলো বর্ষ ঘুরে; এইদিন সেইদিন
সোহরাওয়ার্দী রেসকোর্স ময়দানে,
অগ্নি জ্বালিয়ে দিলো বাঙালির রক্তে, প্রাণে
অগ্নি জ্বালিয়ে দিলো আকাশ,বাতাস,জমিনে।
বঙ্গবন্ধুর অগ্নিঝরা জ্বালাময় গর্জনে।
বীর বাঙালির বদন জুড়ে একটিই স্লোগান,
জয় বাংলা জয় করবো; দিতে হলেও প্রাণ।

৭ই মার্চের ভাষণ ছিলো ঝড়োবেগী অগ্নিতপ্ত তীর,
শত্রুসেনার দেয়াল ভেংঙে করেছিলো চৌচির।
বজ্রকন্ঠে শুনালেন কবি তার অমর কবিতাখানি,
বুলেট গতিতে ছুড়ে দিলেন তার বিস্ফোরিত বাণী;
এবারের সংগ্রাম আমাদের  মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।


বঙ্গবন্ধুর যুদ্ধ ডাকে ক্ষিপ্ত জাতি সাহস পেলো মনে,
তুমুল যুদ্ধে মেতে উঠেছিলো শত্রু পক্ষের সনে।
বাংলা মায়ের দামাল ছেলেরা সেচ্ছায় দিলো প্রাণ,
একসিন্ধু তাজা রক্তের বদলে; রাখলো জাতির মান।
পালিয়ে গেলো বাংলা ছেড়ে বৈরীপশুর দল,
স্বাধীনতা পেলো বীর বাঙালি,আমাদের সম্বল।