মা গো...
ঘুড়েছি নগর, ঘুড়েছি শহর দেখেছি মানুষ কত,
পেয়েছি কত আপন মানুষ; নইকো তোমার মত।
তারা তো মাগো স্বার্থ হাছিলে সম্পর্ক রাখে গড়ে
ফুরালে স্বার্থ হারিয়ে যায় নিমিষেই পর করে।


তোমার ক্রোড়ের পশ্চাতে “মা; সিজদাঘরে শান্তি,
যেথায় গেলে ভুলে যায় আমি দুনিয়ার সব ক্লান্তি।
আবার যদি শিশু হতাম শুয়ে তোমার কোলে,
দুনিয়ার সব পেরেশানি “মাগো; আমি যেতাম ভুলে।


মাগো দুনিয়ার সব মানুষ যদি তোমার মত হতো,
স্বার্থের টানে আপন স্বজন পর হয়ে না যেতো।।
মানবতা আজ মূল্যহীন “মা; মনুষ্যত্ব গেছে মরে,
অর্থে পিছু ছুটছে সবাই বিবেক ক্ষুণ্ণ করে।


লক্ষ কোটি মানুষের মাঝে তুমিই একজনা,
দুনিয়ার সব মানুষের লগে,“তোমার হয়না তুলনা”
শুধু তোমার মায়া, ভালোবাসারয় স্বার্থ পাইনা “মা”
ধুলোর জগতে স্বর্গ তুমি; আমার শান্তির ঠিকানা।