জানি,
    শিক্ষার্থী মোরা, স্বপ্নে ভরা
      আমাদের এ জীবন,


আজ,
     শিক্ষবো যাহে, ভুলবো নহে
     হবে না তার মরণ।


মোরা,
     কি শিখেছি, কি জেনেছি
     সবি তো রয়েছে বাকি,


মোরা,
     তবে কেন হায়, হেলায় কাটায়
     বেলা স্বকে দিয়ে ফাঁকি?


এলো,
      বুঝি আজ, লগ্নের কাজ
      লগ্নেই ফেলি করে,


মোরা,
     নইতো ওরে, দেখব পরে
      পিছনে রয়েছি পড়ে।


এবার,
     কর্মঠ হয়ে, বিশ্ব বিজয়ে
     এগিয়ে হবে রে যেতে,


শুনো,
  কর্ম বিমুখ, কেরে নেই সুখ
   সাফল্য নেই তাতে।


মোরা,
    না দেখে পিছনে, কভু না গোপনে
      চলিবো ত্রাস না পেয়ে,


লোকে,
     যাহা বলুক, পিছনে চলুক
       দেখিবো না তাহা চেয়ে।


বুকে,
     আশা বাঁধী, স্বপ্ন বিলাসী
        বিচলিত এই মন,


ধরায়,
   কল্পনা ছেড়ে, শুধু কাজ করে
      হবে না সাধ পূরণ।


তুমি,
    এই লগনে, মগ্ন মনে
      দেখিলে নয়ন মেলে,


তোমার,
      তাহলেই জয় হস্ত মুঠয়
      আসবে বটেই চলে।