মুক্ত প্রাণের আকাশ বাতাস, মুক্ত একটি ভুমি।
স্বাধীন মায়ের মুখের হাসি, স্বাধীন প্রতীক তুমি।
সোনার হাসির, সোনার দেশটি করিল যারা জয়,
তারা যেন মোদের মনের চিরস্মৃতি হয়ে বেঁচে রয়।


যতদিন রবে আকাশ বয়বে বাতাস এই ভুমির পরে,
যতদিন পদ্ম মেঘনা তুলবে ঢেউ এই স্রোতস্বতীর তরে,
ততদিন স্মৃতি হয়ে তোমরা থাকবে, বাঙালির অন্তরে।
যতদিন রক্ত লালে সূর্য উদয় হবে পূর্ব নভে তরে।


স্বাধীন মনে স্বপ্ন দেখা, স্বাধীন ভাষায় কথা বলা,
স্বাধীন ভাবে বেঁচে থাকা, স্বাধীন পথে পথ চলা।
প্রাণ বিনিময়ে রেখে গেলে তোমরা হাজারও অবদান
তাই হৃদয়ে বেঁজে উঠে আজ বিজয়ী শহিদের গান।
মোরা তোমাদের ভুলবোনা, কোনোদিন ও ভুবোনা