আমার সবুজ সোনার দেশ
ওগো তোমার বুকে রাখলে মাথা
থাকে না আর দুঃখ, কষ্ট ক্লেশ।
আমার জন্মভূমি রূপের রানী,
রূপের নেইকো শেষ,
আমার সবুজ সোনার দেশ গো তুমি
সোনার বাংলাদেশ।


কি শোভাময় ধানের মাঠে হাওয়ার কত খেলা,
জৈষ্ঠ্যমাসে কাঁঠাল বনে ঘ্রাণে মনটা হয় উতালা।
দোয়েল, শ্যমা,  ঘুঘুর ডাকে দুপুর সাজে বনে,
সোনার মাটির দেশটি আমার দরদ লাগে প্রাণে।


আমার চির মাতৃভূমি; স্বর্গ তুমি,
নেইকো প্রেমের শেষ,
আমার সবুজ সোনার দেশ গো তুমি
সোনার বাংলাদেশ।


কত হাসি কত খুশি হৃদয় ভরা মায়া,
কত সুখের ঠিকানা গো বটবৃক্ষের ছায়া।
ফুলে ফুলে বাসর সাজে নদীর কুলে কুলে
সরিষা খেতে কসুমকলি হাওয়ায় মাথা দুলে।


আমার চোখে স্বপ্ন তুমি; জন্মভূমি,
নেইকো সুখের শেষ।
আমার সবুজ সোনার দেশ গো তুমি
সোনার বাংলাদেশ।