মুষলধারে বৃষ্টি হচ্ছে, রাত পোহালেই ঈদ,
কম্বল গাঁয়ে রয়ছি সুয়ে, লাগতেছে বড় শীত।
ঈদ আসলো ঠিকই, অতীতের অনুভূতিটা কই?
তাহলে কি আমি বদলে গেছি, আগের মত নয়?
নাকি সময় কেড়ে নিয়েছে, আমার অতীতের মন?
অনুভূতিটাও কেড়ে নিয়েছে, দিয়ে সুখবিহীন জীবন।


শৈশবের সেই ঈদের দিনগুলো, আজও হৃদয়ে গাঁথা,
যেই স্মৃতি মোর পড়লে মনে, কলিজায় লাগে ব্যথা।
আনন্দময় ঈদ দিনে, সবার মুখে হাসি ফুটে উঠত।
বাবা দিত মোরে দশ টাকা, মায়েও দশ টাকা দিত।
ভাইয়া আসত শহরে হতে, আনত নতুন জমা কিনে,
হাতে মেহেদী পড়িয়ে দিত আমায়, যত্ন করে বোনে।
গোসল করিয়ে সাঁজিয়ে দিত মা, ঈদের দিন সকালে,
আদর করে খাইয়ে দিত আমায়, চুমু দিত কপালে।
ভাইয়ার হাত ধরে ঈদগাহে যেতাম, নতুন জমা পড়ে,
ঈদগাহের দোকান থেকে ভাই, মজা কিনে দিত মোরে।
ঈদের নামাজ শেষ হলে সবে, আসত বাড়িতে ফিরে,
সবাই, নানুর বাড়ি বেড়াতে যেতাম এখনো মনে পড়ে।
হাসি আনন্দের দিনগুলো কি, আর কভুও পাব ফিরে?
হঠাৎ আমি অশ্রুশীক্ত হয়, স্মৃতিময় শৈশব মনে করে।