আমার কাছে আছে একটা সোনার পাখি,
মেঘলা কালো কেশ, দ্বীঘল কালো আঁখি।
হৃদয় মাঝে বসতি করে সদায় ডাকাডাকি,
তারে ঘিরে মনে মোর কত স্বপ্নের মাখামাখি।
সে আমার সোনার পাখি, আমার প্রাণপাখি।


পাখি আমায় স্বপ্ন দেখায়, মনে কতই না আশা,
তারে নিয়ে বাঁধবো আমি,  একই ডালে বাসা।
আমার মধ্যে আমি নাই , রয়েছে আমি পাখি,
তার নামেই স্বরণে আজ একটি কবিতা লেখি।
যে সে আমার আশার আলো, হৃদয় ভরা সুখ,
একটুখানি আড়াল হলে আঁখি জলে ভরে বুক।


কখনো যদি হারিয়ে যায় আমার সোনার পাখি,
ভেঙে যাবে স্বপ্ন যত,  ভাসবে জলে দুটি আখি।
আমি সেদিন হতাশ হব, নদীর মতো হারাব তীর,
বুকের ভিতর পড়বে সেদিন হাজার কষ্টের ভীড়।
সেদিন আমি ক্লান্ত হব, ভুলতে গিয়ে তার স্মৃতি,
পিছু আমায় করবে সেদিন, তার মায়া তার প্রীতি।