১.
কাল বিকেলে ঝগড়া হলো
আজ বিকেলেই নেই
একমুঠো ছাঁই জলের তলায়
একমুঠো দিন নেই।


২.
আমাদের বয়েস বাড়তে বাড়তে-
যদিওবা বৃক্ষ হয়ে যাই কোনদিন।
তবু মনটা বাঁধা থাকুক সতেরো'য়
বর্ণিল, স্বপ্নিল, সজীব চিরদিন।


৩.
রাজার দেশ কেতাদুরস্ত
রোশনাই বাঁকেবাঁকে
চকলেট, জুস দামী খাবার
বিড়ি সস্তায় ফুঁকে।


৪.
ঝটিকা শ্রাবণ, মেঘের প্লাবন
অশ্রুকণার লোহিতাবরণ।
নদী বানভাসি, চপল হাসি,
কালো রং মেঘ, শাড়ি আকাশী।


৫.
আমার মনে অষ্টপ্রহর
তোমার আনাগোনা,
সকাল-সন্ধ্যা-দিবা-রাত্রি
একটি মুখ-ই চেনা।
সেই মুখেতে সারাটি সময়
কথার বৃষ্টি ঝরে,
মিষ্টি করে ব্যঙ্গ করে
হরেক রকম সুরে।


৬.
অবসাদে ঘেরা চোখ
অক্লান্ত পথ চলে,
ভাবনার অগোচরে
হিসেবের খাতা খুলে।
পায়ে পায়ে চলে যাই
এই আছি এই নাই,
জীবনের মানে কি-
অদৃশ্য খাতাটায়?
তারা গুনে হাঁটি পথ
ছেঁড়াফাঁড়া পাতাটায়।


৭.
একদিন-
প্রিয় গানের শব্দে
তোমাকে খুঁজে পেলাম,
তারই একটি শব্দ
কন্যাতেও জুড়ে দিলাম।
একই গানে তানে
আঁকি দুটি ছবি,
তিন তারে সুর জুড়ে
ডুব দেন কবি।


৮.
যুগযুগ ধরে বারে অনিবার
হয়েছো যে মাতা, কন্যা আমার।
দিয়েছো জীবন আলোকিত দিন।
শুধিবে কি কভু তোমাদের ঋণ?


©সুব্রত ব্রহ্ম
(রচনার সময়কাল ২০০২-২০১৮)
ময়মনসিংহ।