যা দেখি আর যা দেখিনা,
বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে-
ঐশ্বরিক সমীকরণের এক জটিল ধাঁধাঁ।
ভাঙ্গা চশমার ওপাড়ের জগৎটা,
ভীষণ রকম ঝাপসা।
কুয়াশা মাখা কাঁচের মতো।
সবকিছু জেনে শুনেও আমি অন্ধের মতো-
হাত রাখি তোমার হাতে, চোখে, মুখে!
বাতাসে ভেজা রোদের গন্ধ।
যে রোদের ঝলকে, একদিন-
তোমার চোখ ছুঁয়ে আমার হৃদয়ে
চির বসন্ত এঁকে দিয়েছিলো।


©সুব্রত ব্রহ্ম
অক্টোবর ২৬, ২০১২ইংঃ
তেজগাঁও, ঢাকা।