'মহেঞ্জোদারো' অথবা 'মায়া', কোনটিই উর্বরা থাকেনি চিরকাল।
সহস্রাব্দের ইতিহাসে আছে ক্ষয়, আছে লয়; সৃষ্টি ও ধ্বংস অনিবার।
পোড়ামাটি ভেদ করে উঁকি দেয়া তৃণদের দলে
আমরাও ছিলাম কোনদিন, অথচ আজ-
নিঃশেষে নিস্তেজ বিরানভূমির মতোই খা-খা, যদিও একদিন-
ছিলো এ শরীর বহতা নদের মতো প্রমত্ত, তোমার আমার!


©সুব্রত ব্রহ্ম
মার্চ ১৬, ২০১৮ ইংঃ
ময়মনসিংহ।