কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ছোট্ট নিবেদন।


এইযে ভীষণ হাওয়ার মাদল
বৃষ্টি গুড়ো গুড়ো,
ছবির ফ্রেমে দাদুর বাবা
তাঁরও চেয়ে বুড়ো।
পিল্লাই মেঘ দাপিয়ে বেড়ায়
হু-হু হাওয়ার তেজে,
মাঝে মাঝেই দামামা বাজায়
বজ্র বাজির সাজে।
ঘরের ভিতর ভীত খোকা
ঘাপটি মেরে ভাবে,
এইতো ছিলো ঝরঝরে দিন
হটাৎ, এমন কেন তবে?
হারু, গপু, কাজল, রাসু
জুটবে বকুল তলায়,
আম কাঁঠালের ছুটির পাতা
উড়িয়ে দিবে খেলায়।
অনেকদিন আর একঘেয়ে স্কুল
আর পাবেনা খুঁজে,
হল্লা করে মাতিয়ে দেবে
সকাল দুপুর সাঁঝে!
ধানের খেতে নদীর ধারে
উড়িয়ে লাটাই সুতো,
কল্পলোকের ঘুড়ি এসে
স্বপ্নে মারে গুঁতো।
ধুর ছাঁই আর ভাল্লাগেনা
এমন ধারার দিনে,
মায়ের পাশে শুয়ে থাকার
আছে কোন মানে?


চোখ বুঁজতেই কানে এলো
মা পড়ছেন "ছুটি",
"মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি"।


© সুব্রত ব্রহ্ম
১০ মে, ২০১৯ইংঃ
ময়মনসিংহ।