|| চিলেকোঠার রোদ ||


ইচ্ছেগুলো ডানা ঝাপটায়
আটকে পড়া রোদে।
বিন্দুবিন্দু ঝরে পড়ে
চিলেকোঠার ছাদে।
দু'হাত পেতে চোখেমুখে
মাখিয়ে নিলাম সুখ
কল্পলোকে যত্নে থাকুক
পালিয়ে যাওয়া মুখ।


দোল দিয়ে যায় হলদে পাতায়
মন ছুটে যায় দূরে।
ঘাসের শিশির শূন্যে উড়াই
লুটায় বুকের প'রে।
চিলেকোঠার দেয়াল জুড়ে
হাজার স্মৃতি আঁকা।
তেল সিঁদুরে রোদ হাসেনা
কেমন বেঁচে থাকা!


ঝরছে বাদল অষ্টপ্রহর
বাড়ছে বানের তোড়।
হৃদয় জুড়ে ঊর্মিমালা
শ্রাবণ লাগা ঘোর।
মল্লারে কে কাঁপন তোলে
সুর লাগিয়ে হায়!
সাগর নদী উপচে পড়ে
বিষাদ সুরে গায়।


|| চিলেকোঠার রোদ ||
©সুব্রত ব্রহ্ম
ফেব্রুয়ারি ১৬-১৭, ২০১৯ইংঃ
ময়মনসিংহ।