[ব্যবচ্ছেদের পরে]


খোলা চোখ,
আসলে আধখোলা।
ফিরবোনা,
এই শেষ পথ চলা।
ব্যাথা নেই,
আর কোন জ্বালা নেই।
আমি নেই,
সকাল তবু আসবেই।


রোদে পোড়া,
চোখে মুখে ক্ষত ভরা।
কি দেখেছে,
জানা নেই, শুধু জানে ওরা।
ব্যাথা নেই,
নেই আর কোন জ্বালা।
পড়ে আছি,
খোলা চোখ আধখোলা…


আর গাইবোনা,
গীটার কাঁধে হাঁটবোনা।
রাত জেগে,
কেউ বসে থাকবেনা।
গোধুলির রঙ,
শুষে নেবে রাত,
চারিদিক হয়ে যাবে শুনশান!
তবু স্বপ্নের রঙ,
ছড়িয়ে দিয়ে,
জেগে উঠবেই ভোরের কলতান।


এ শরীর,
ক্যানভাস সাদামাটা।
আঁকা হলোনা স্বপ্নের
খেলাঘর।
লাশকাটা ঘরের-
ভাঙাচোড়া দেয়ালে,
আমি খুঁজে নেবোই ভোরের পাখিটা…
আমি খুঁজে নেবোই ভোরের পাখিটা…!


©সুব্রত ব্রহ্ম
নভেম্বর ২৩, ২০১৩
ঢাকা।