বিকেলের রোদে এলো খোলা চুলে
সস্তার কেনা পুঁতির দুলে,
আঙুলের ছোঁয়া তোমার গালে
কেঁপে কেঁপে উঠে সুর।
সুরের প্লাবনে প্লাবিত করেছ
মোহ মায়া নয়, প্রেমেতে বেঁধেছ,
বেহাগের রাগে শান্তি দিয়েছ
স্বপ্নরা লোভাতুর।


ঘর ফেলে দুরে অনেক ছুটেছি
কানা গলি পথে পিছলে পড়েছি,
রিক্ত আমি তোমায় পেয়েছি
বাউল আর হবোনা।
দমকা হাওয়ায় উড়ে এলো চুল
রাস্তার কেনা সস্তা সে দুল,
ভোর রাতে জমে স্বপ্ন বকুল
স্বপ্নরা মরেনা।


আলোতে আছো আঁধারেও তুমি
মেঘের ফাঁকেতে নীল রং তুমি,
এ জীবন নয় আর মরুভুমি
ফুলে-ফুলে ভরেছ।
আকাশ যেখানে মাটিতে মিশেছে
তোমার চিন্হ তারা'রা এঁকেছে
আবার সিন্ধু বেঁচে উঠেছে
এ'কি সুর বেঁধেছ!


ফেব্রুয়ারী ১০, ২০১৫
ধানমন্ডি, ঢাকা।