কিছু প্রশ্নের উত্তর না হয়
অজানাই থেকে গেলো,
কিছু ভুল আর নাইবা ভাঙ্গলো।
তবু যে রোদ ঝলমল করেছিল
তোমার চোখের কোণে,
দিশাহীন মরু প্রান্তরে যে অমিত
জলধারা গড়িয়ে পড়ছিলো,
তাই বা কেন, কে জানে!
আমি সেই জলে ধুয়ে নিলাম নিজেকে।
না জানতে দিলে তুমি,
না বলা হলো আমার।
জীবন! কতই না অজানা রহস্যে ভরপুর।
লাবন্যরা চিরকালই দ্বিধান্বিত,
তারা জন্মেছেই উপন্যাসের নায়িকা হতে।
শক্ত হাতে বাউন্ডুলের হাল ধরা তাদের কাজ নয়।
আর আমার তুমি? তুমি আমার মেঘ বালিকা-
চির শাশ্বত নিজ গুণে।
তুমি যে ক্ষমা করতে জানো,
ভুল বুঝেও কাছে রাখতে জানো।


©সুব্রত ব্রহ্ম
সেপ্টেম্বর ১৫, ২০১৫ইং
ঢাকা।