তোমার খোঁজে তোলপার হলো-
সাগর, পাতাল এমনকি বধ্য ভূমিও।
অস্ত্র আর ধাতব বর্মের সম্মুখে
কাটা গেলো অজস্র মাথা, আর-
তাজা তাজা লালে ঢেকে গেলো
বিস্তির্ণ সবুজ জমিন।
তবু তুমি এলেনা,
বেহুলার চোখে রক্ত গঙ্গাও
তোমাকে টলাতে পারেনি।
তুমি কঠোর, তুমি ক্ষুধিত পাষান।
বাংলার সিরাজ, ক্ষুদিরাম তোমার
স্বপ্নে বিভোর হয়েও
'ন্যুহ' এর নৌকার দেখা পেলোনা।
তুমি বড় কঠিন, নির্বিকার।
শত বছরের নির্বোধ আমি-
ঠকেছি, শুধুই ঠকেছি।
অরফিয়াসও পারেনি, পারেনি
ভ্যান ঘঘ।
দিনের পর দিন তোমার মিথ্যা
আশ্বাস-
জন্ম দিয়েছিলো এক বিদ্রোহির।
বিদ্রোহি দুনিয়া কাঁপালো,
হয়তো খোদার আরসও!
তবুও তুমি এলেনা।
সহস্র কাল ধরে তোমার আগমনি গান
হৃদয়ে লালিত হল,
তুমি এলেনা!
ভিখারি মায়ের চোখের জলে,
ঘুম ভাঙানিয়া মন্ত্র নিয়ে,
তুমি এলেনা!


©সুব্রত ব্রহ্ম
মার্চ ০৪, ২০১৫
ধানমন্ডি, ঢাকা।