"বাউলাত্মা"


সাধ্য কাহার কে বুঝিবে আমি
জগত বিন্দুবাসি?
যেথা, মরমে চেতন হেরিয়া
হৃদয় পরবাসি।
জন্মেও যাহা মরনেও-
সে যে অটল বিরাজমান,
এ জগতে সবই বিন্দুর খেলা
আর জীবনের জয়গান।


মে ৪, ২০১৩ইং, তেঁজগাঁও, ঢাকা।


"বাউলাত্মা-২"


সর্বজনে যা দেখি ভাই,
তোমার মাঝে খুঁজে না পাই।
এই কি তোমার আপন বিধি?
বাউল মন তাই খুঁজে বেড়ায়।


নিজের যা তা পর হস্তে,
কেঁদে মরি উদয় অস্তে।
খেলায় মত্ত পরম নিধি,
উজান নাইয়া বায়।


চলছে গাড়ি ভবের বাড়ি,
কোথা পাবো স্বর্গ সিঁড়ি?
একূল ওকূল সর্বহারা,
বোধন স্খলন হায়!


বিন্দু দিয়ে গড়া শরীর,
যেথা দিবা সেথা তিমির।
তুমি দিব্য আমি জড়া,
অজানা সুরে গায়!


© Subrata Brahma_2013