আমার বাউলপণা কি যন্ত্রণা
সন্যাসেতেও নাই নিস্তার,
এপার ওপার অকূল শুধুই
অপূর্ণতার হয় বিস্তার।


একদিকে ধায় ফকিরি ভাব
আরেক দিকে সংসারী,
মাঝখানে বয় আওলা বাতাস
জখম করে 'মন বাড়ি'।(২)
আমি নিত্য হাসি নিত্য কাঁদি
বিসর্জনেই সুখ আমার!
এপার ওপার অকূল শুধুই
অপূর্ণতার হয় বিস্তার।।


জন্মেই যাঁর বাউল আত্মা
আমৃত্যু তাঁর ফকিরি,
জগৎ ঘুরে জ্ঞানের খোঁজে
এক তারের এই কারবারি।(২)
তারে আগলে রেখে বৃথাই কেন
মিছেই দিন করছো পার?
এপার ওপার অকূল শুধুই
অপূর্ণতার হয় বিস্তার।।


আমি খুঁজি মুক্তির পথ
যেথায় লালন-পবন রয়,
মহাকাল দাহ করে
ধুলো-ছাঁই পড়ে রয়।(২)
দোতারা'র চার তারে'তে
গেরুয়ার ওই রঙ বাহার।
এপার ওপার অকূল শুধুই
অপূর্ণতার হয় বিস্তার।।


©সুব্রত ব্রহ্ম
ফেব্রুয়ারি ৫, ২০১৬ ইং
ঢাকা।