তারা- A fairy friend ১


তুমি দুর আকাশের তারা
তোমায় পায়না খুঁজে যারা।
আমি তাদের দলে নই
আমি তোমার সাথেই রই।


কাল বৃষ্টি হলো খুব
আমার আকাশ মেঘে ঢাকা।
তুমি একটুকু চোখ মেলো
আমার বুকটা লাগে ফাঁকা।


আমার খোলা জানলা দিয়ে
আমি কত্ত কথা বলি!
বড় আজব এ বন্ধুত্ব
হাতে হাত রেখে পথ চলি।


ও দুর আকাশের তারা
জ্বেলে রেখো তোমার আলো।
তোমায় একটু দেখলে রোজ
আমার ঘুমটা যে হয় ভালো।


©সুব্রত ব্রহ্ম
জুলাই ২৪, ২০১২
তেঁজগাও, ঢাকা।


তারা- A fairy friend 2


তুমি দুর আকাশের তারা
তুমি দুরেই ছিলে ভালো,
তোমায় কাছে পেলাম যেই
কোথায় হারিয়ে গেলো আলো!


তুমি একটু করে রোজ
দেখা দিতে সন্ধ্যে নামলে,
সে'ইতো ছিলো ভালো
আমি চলতাম পথে সামলে।


আমার খোলা জানলা দিয়ে
আমি পাইনা খুঁজে আর,
তাল কেটে গেছে কোথায়!
ছিঁড়ে গেছে ছ'টি তার।


ও.. দূর আকাশের তারা
লুকালে কোথায় আলো?
তোমায় একটু দেখলে রোজ
আমার ঘুমটা হতো ভালো!


আমার ফেলে আসা পথে
কেউ পুরনো নামে ডাকে,
কে সন্ধ্যে নামলে কাঁদে?
সেই গল্প বলবো কাকে?


আমার একলা রাতের বাঁকে
চায়ের কাপে অভিমান,
মনে পড়ছে তোমায় 'তারা'
শুনছি ছেলেবেলার গান।


© সুব্রত ব্রহ্ম
জানুয়ারি  ২২, ২০১৬ ইং:
ময়মনসিংহ।