ক্ষয়ে যাওয়া পথ শেষে, কি জানি কি মোহাবেশে
সারা রাত একই গান
একই রাগ একই তান
নিভুনিভু প্রদীপের আলোয়,
কেটে যায় মন্দে ও ভালোয়।


এই ঝড়ো বৃষ্টি, ধুয়ে যাওয়া দৃষ্টি
পলাশের শিমুলের দিনে অনাসৃষ্টি।
আমি শুধু দেখে যাই
আনমনে লিখে যাই
নিভুনিভু প্রদীপের আলোয়,
কেটে যায় মন্দে ও ভালোয়।।


আবীরের রঙ ছুঁয়ে, সব ভালো দিয়েছো
সঙ্কটে, সংঘাতে রূপকথা লিখেছো।
যতো রাগ, অনুরাগ
নিন্দা কি অপবাদ
নিভুনিভু প্রদীপের আলোয়,
কেটে যায় মন্দে ও ভালোয়।।


আশা আছে -আছে দিন, স্মৃতি ছায়া অমলিন
সম্ থেকে সমে শেষ, অষ্টকে যতো ঋণ।
জীবনের তাল লয়
হিসেবে (কি) বাঁধা রয়?
নিভুনিভু প্রদীপের আলোয়,
কেটে যায় মন্দে ও ভালোয়।।


©সুব্রত ব্রহ্ম
১৩ই জুলাই, ২০১৬ইং:
ময়মনসিংহ।