আমার ব্যর্থতার গ্লানি সভ্যতাকে স্পর্শ
না করুক।
যেখানে সমুদ্রের বুকে ঢেউয়ের
সাথে ঢেউয়ের-
দিন রাত অবিরাম সংঘর্ষ
বাঁধে,
নীল জলরাশি ঘুটঘুটে কালো দেখায়।
আমি তার চেয়েও অধিক কালো তরলে সর্বাঙ্গ ডুবে আছি।
লুটেরার দল স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলে!
আমি কি তাদেরই দলে?
আমি কি তাদেরই দলে!
আমার এ হাত আজ উর্বরা জমি কর্ষন করেনা,
আমার হাত, লাগাম.ছাড়া উন্মত্ত ত্রাসে মত্ত,
প্রেয়সীর নিশ্পাপ মুখে কালো ছাপ এঁকে দেয়।
অথচ, এ হাত দিয়েই আমি একদিন
ছবি আঁকতাম!
নীল আকাশে সাদা মেঘের ছবি,
গ্রামের রাঙ্গা মেঠো পথের
ছবি,
বাউল আর সাম্পানওয়ালার
ছবি।
কপট দিন! সর্বস্ব গ্রাস করে নিয়েছে তিল তিল করে,
আমি আজ দস্যু, কপট মানব।
আমার রুদ্র, পিশাচ মূর্তি-
আমাকেই প্রহসন.করে প্রতিনিয়ত।


আর নয়, আর নয়, এ আমার পথ নয়।
সবুজ ঘাস বিছানো পথে, চলে যাবো বহুদূর।
যেখানে দিগন্ত রেখায় অস্তমিত সূর্য্য-
একটু একটু করে শুষে নেবে আমাকে।
তবুও আমার এই ব্যর্থতার গ্লানি,
কোনদিনও সভ্যতাকে স্পর্শ না করুক।
কোনদিনও স্পর্শ না করুক!


©সুব্রত ব্রহ্ম
অগাস্ট ৩১, ২০১৪
ঢাকা।