যেই তারা'টা পথ দেখাতো,
অন্ধকারে সাথী হতো,
হটাৎ কোথায় লুকিয়ে গেলো!
সেই তারাটা'ই হটাৎ আবার
একটা কোনে উঠলো জ্বলে।
আমি তখন ভুল পথেতেই,
অনেকটা পথ পাড় করেছি,
ভুলকে আপন 'জন্ ' করেছি।
সেই তারা'টা উঠলো জ্বলে,
যে আমায় পথ দেখাতো,
অন্ধকারে সাথী হতো!
এখন আমি ক্লান্ত বড়,
জানি আবার হারিয়ে যাবে।
অন্ধ পথে একলা আমার,
তোমায় ছাড়া চলতে হবে!


©সুব্রত ব্রহ্ম
জানুয়ারি ২৪, ২০১২ইংঃ
তেজগাঁও, ঢাকা।