অশ্রু রোদন দেখে,
       জ্বলছি ভাবাবেগে,
তৃপ্তি নাহি শুধু স্খলিত এজিবন।
        সেবকের জামা গায়,
  কখনো স্যুট, বুট  আর টায়,
       অনাহারী অর্ধাহারীর,
       খবর কে রাখে ভাই?
      নিপীড়ন আর শোষন,
       হয়ে আছে ফ্যাশন,
        জগৎ জুড়ে হায়!
         মন মোর চঞ্চল,
      আঁখি মোর ছলছল,
        অপারগ তনু মোর,
         আবেগে টলমল।
      বিবেকের দাস আমি,
       নয়কো জগৎ স্বামী,
   কেবলমাত্র করি আর্তনাদ।
        নৌকার জীর্ণ পাল,
      মাঝি আমি নাজেহাল,
তবু চাই পারি দিতে তিতাস।
        জঠরের জ্বালা কভূ,
      মিটবে না জানি তবুও
    করি কেবল মিথ্যে উল্লাস
  আর মুচলেকা বৃথা পরিহাস।