কথিত সভ্যের নগ্ন চিত্র
দেখব কত আর
চারিদিকে শুধু কানাকানি
ধিক্কার! ধিক্কার!


এগিয়েছে সভ্যতা, প্রযুক্তি আর শিল্প,
নারী জাতির হাতছানি নয় কোন অংশে অল্প।
কে বা শুনে নারী জাতির মুমূর্ষু আর্তনাদ
কুণ্ঠিত ওরা, লুণ্ঠিত ওরা,
তবু বলে উঠি, আমরাই
সভ্য সমাজ!


চোখ ফেটে মোর অশ্রু অঢেল
মানবতা আজ কোথায়?
সভ্য জাতির বদন পানে
শিক্ষাদীক্ষার নেইকো কোন মানে?


আর্তনাদ! আর্তনাদ! আর্তনাদ!
চোখ বন্ধ করে শুধু শুনছে সমাজ।
বিভীষিকা যেন আজ স্তম্ভিত,
প্রতিবাদের ভাষা যেন আজ নিমজ্জিত,
তবু বলে উঠি, আমরাই
সভ্য সমাজ।


ধর্মগ্রন্থে বর্ণিত কর স্মরণ,
দ্রৌপদ কন্যার বস্ত্র হরণ
কৌরব বিনাশের মূল কারণ।
বর্তমান নারী জাতির এহেন অসম্মান,
হয়তো সভ্যতা ধ্বংস হয়ে হবে খানখান।


প্রতিহত করো, প্রতিরোধ গড়ো,
ভূলোনা তুমিও সেই নারীর নাড়িসূত্রে
জীবন্ত একটি প্রান।
সভ্যতার সম্মুখে হোক এই পণ
নারী জাতির সর্বদা যেন,
হয় যথাযথ মর্যাদা ও সম্মান।