বর্বরতা আঁকড়ে ধরে,
             রাখতে যে চায় কূঁড়ে ঘরে,
বাহির হতে ডাকছে তবু,
            বেড়িয়ে যেতে আছে কি মানা?


তুই নয়তো একা নয়
              তোর কীসের এত ভয়?
বিশ্ববাসীর বদন পানে,
              দেখনা চেয়ে বাঁচার মানে।
বাঁচবি যখন আপনমনে
              বাঁচাবি তখন প্রাণপণে।


তুই নয়তো একা নয়
               তোর কীসের এত ভয়?
খোলস ছেড়ে আসনা চলে,
             পাত কূয়োর জলটা ফেলে।
মাপতে চলি মহাসমুদ্রের
              তরঙ্গ আর শত জলরাশি।


তুই নয়তো একা নয়
               তোর কীসের এত ভয়?
মনিমুক্তা পাবি যখন,
               উদ্দীপনায় মজবি তখন
হয়ে এক নিরুদ্দেশ ভবঘুরে।


তুই নয়তো একা নয়
           তোর কীসের এত ভয়?
পাবি অনেক অমৃত সুধা,
           মিঠবেনা তবুও উদরের ক্ষুধা,
খুজবি তখন হন্ন হয়ে
               বিশ্ব শান্তির  চরম আলয়।


তুই নয়তো একা নয়
               তোর কীসের এত ভয়?
বিশ্বজগৎ করবি যে জয়,
              কপটতার থাকবেনা ভয়,
একসুরেতে গাইব তখন
          জয় বিশ্ববাসীর জয়
          জয় বিশ্ববাসীর জয়।