দূর সেই উঁচু বিল্ডিং
আলোর ঝিকিমিকি খেলা
লোকে বলে , সাক্ষাৎ
সূর্য - তারার মেলা।


দাড়িয়ে বস্তি এলাকার এক ছেলে
আলোরে দেখিয়া ভাবিল
এ কেমন আলো যা আমি পাইনা।
ভাবিল , তাই নিশ্চই খুঁজে পাইনা
বাবার ঔষুধ , আর আম্মার লাঠি।


ফিরে গিয়ে নিজের বস্তির বাসায়
বাবার গলা জড়িয়ে বলল
দূর শহরে আলো আছে
ঔষুধ পেতে আর অসুবিধা নেই।


ঠাম্মার পাশে বসে বললো লাঠি তোমার
পেয়েজেতে আর কিছুক্ষণ এখুনি পেয়েজাবে।
উল্লাসিত সে আলোর আশায় , দেখতে পায়ে
এক রঙিন বিশ্ব ।


আজকে সেই ছেলে , শুয়ে আছে অসুক করে
সেই নিজের বস্তির খাটে , নাতি তার এসে
আশ্বাস দায়ে , আলো দেখেছে শে , দূর শহরে
ঔষুধ পেতে আর দেরি লাগবেনা।


তবে সেই উদ্ধত আলো
আজও ঝিকিমিকি জলে
কিন্তু অন্ধকার শরায়েনা