আকাশে মেঘ জমলে বাতাসও বদলে যায়;
মেঘাক্রান্ত বাতাসে তাই ঔজ্জ্বল্য হারায়;
হাসি ভুলে যায় দিগন্তের স্বপ্নীল হাতছানিও।
প্রকৃতির চরিত্রে আসলে ভেক থাকে না কোনো;
সত্যের সঙ্কেতে আসে আসন্নের পূর্বাভাস;
প্রকৃত প্রেমী ধারণ করে প্রকৃতিরই প্রকাশ।


প্রকৃতিপাঠকের প্রেমে তাই ভুল হয় না প্রকৃতি;
আমরাই কেবল ডেকে আনি ভুল অঙ্কের ক্ষতি।