কখনো করো বিরক্তের কারণ হতে চাই নি,
সব টুকু দিয়ে আগলে রাখতে চেয়েছি মাত্র
একটি হাসি মুখের জন্য কত কিছু না করা,
তবুও যেন সবার বিরক্তের কারণ হয়ে গেলাম,
রীতিমতো অবাক করার বিষয় ছিলো,
এক সাথে সবার থেকে আলাদা হয়ে ছিটকে গেলাম
ডিপ্রেশনের সাথে বোঝাপড়া শুরু হয়ে গেলো,
একাকিত্ব জীবনে মাঝে হারিয়ে ফেলি নিজেকে
কত না জল্পনা কল্পনা করেছি মৃত্যুকে বরণ করতে,
কেটে গেছে বছরখানেক এভাবেই,
হঠাৎ করে নিজেই যেনো নিজের বন্ধু হয়ে উঠি,
নিজেকে শক্তি সঞ্চয় দিয়েছি,
বিনিময়ে পেয়েছি অন্য এক আমিকে,
একা থাকাটাই শ্রেয় যেন আজ আমার ডায়েরিতে।