সারাদিন ব্যস্ততার মাঝে কেটে গেলেও
দিন ফুরিয়ে গেলে ঘরে আমি একলা।
চারিপাশে নিস্তব্ধতা বিরাজ করে তবুও
শুনতে পাবো অতি চেনা পদধ্বনি,
বন্ধ দরজা আলতো করে খুলবে তুমি,
তখন আমি থাকবো গভীর ঘুমে।
এদিকে সামনে বসে চেয়ে থাকবে তুমি আমার পানে,
দেখতে পাবে ছন্নছাড়া একাকী জীবনে বেদনার ক্ষত।
এ দেহের গল্পগুলো তোমায় প্রচন্ড মনে করাবে,
ভেবে তুমিও কাঁদবে,
তাই শুধুই দিন গুনে যাচ্ছি,
হয়তো কোন এক গভীর রাতে বন্ধ দরজাটি খুলবে।