শহর জুড়ে মাঘের আদর, কচি পাতার বসন্ত বিলাসে
বাইরে তোর আতর গন্ধ, আকন্দ-পলাশে
যে ঠিকানায় প্রেম মেতেছে ভাদ্র কিংবা মাঘ
হলদে পাতাও রং নিয়েছে ছুঁ'তে নতুন পরাগ


প্রাক্তন বলে নেই তো কিছু অভিযোগের আঙুল
উদাসীনতা ঘর বেঁধেছে মনকে করে বাউল।